ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তামাবিল সীমান্ত পরিদর্শনে আসছেন না বিএসএফ মহাপরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুন ২২, ২০১২

সিলেট: দুযোগপূর্ণ আবহাওয়ার কারণে সিলেটের তামাবিল সীমান্ত পরিদর্শনে আসতে পারেননি বিএসএফ মহাপরিচালক ইউকে বনসাল।

শুক্রবার সকাল ১০ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত পরিদর্শনের কথা ছিল বিএসএফ মহাপরিচালক ইউকে বনসালের।



সকাল সাড়ে ১০ টায় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়, ভারতীয় সীমান্ত অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে হেলিপ্যাডে নামতে না পারায় বিএসএফ মহাপরিচালক ইউকে বনসাল সীমান্তে পরিদর্শনে আসছেন না।

বিজিবির সিলেট সেক্টরের মেজর মাজেদ বাংলানিউজকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্ব নির্ধারিত এই সীমান্ত পরিদর্শন স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, বিএসএফ মহাপরিচালক ইউকে বনসালের সীমান্ত পরিদর্শন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয় বিজিবি। সৌজন্য সাক্ষাতের জন্য সিলেট সেক্টর কমান্ডার লে. কর্নেল খায়রুজ্জামানসহ সেক্টরের উর্ধ্বতন কর্মকর্তারা তামাবিল সীমান্তে উপস্থিত হন।
এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুন ২২, ২০১২
এসএ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।