আগরতলা (ত্রিপুরা): অডিটর পদে নতুন করে ২শ’ লোকের চাকরি দেবে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী।
মন্ত্রী জানিয়েছেন, অডিটর পদে চাকরির নিয়োগপত্র ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। সরকার তার সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়েও কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়া অব্যাহত রেখেছে। যার প্রমাণ নতুন এই ২শ’ চাকরি।
প্রায় আড়াই বছর আগে রাজ্য সরকার অডিটর পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নিয়েছিল। আড়াই বছর পর নিয়োগপত্র ছাড়ল সরকার।
মন্ত্রী আরো জানিয়েছেন, কেন্দ্র আর্থিকভাবে রাজ্যের ওপর চূড়ান্ত কঠোরতা জারি করে রেখেছেন। যার কারনে নতুন নিয়োগ সম্ভব হচ্ছে না। কর্মসংস্থানের ওপর এক প্রকার নিষেধাজ্ঞা জারি করে রেখেছে কেন্দ্র।
এদিকে রাজ্যে বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখেই চাকরির টোপ দিচ্ছে বাম ফ্রন্ট সরকার। যার জন্য নির্বাচনের দোর গোড়ায় এসে সরকার চাকরি ছাড়ছে।
অর্থমন্ত্রী বাদল চৌধুরী জানিয়েছেন, বিভিন্ন দফতরে আরও কিছু নিয়োগ করবে রাজ্য সরকার।
বাংলাদেশ সময় : ১১৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০১২
তন্ময়/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]