ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুর রণকৌশল নিয়ে টাউন হলে বৈঠক মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুন ২৪, ২০১২

কলকাতাঃ সিঙ্গুর জমি মামলায় রাজ্যসরকারের হারের পর পরবর্তী রণকৌশল ঠিক করতে শনিবার সিঙ্গুর কৃষিজমি জীবন জীবিকা রক্ষা কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন বিকাল ৪টায় কলকাতার টাউন হলে অনুষ্ঠিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়, রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু উপস্থিত ছিলেন।

এছাড়া সিঙ্গুর আন্দোলনে যে সব বিদ্দজ্বনরা সমর্থন জানিয়েছিলেন তাদের মধ্যেও বেশ কয়েকজন উপস্থিত হয়ছিলেন বৈঠকে।

যদিও এই বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের এদিন জানানো হয়নি।

পরবর্তী রণকৌশল স্থির করার পাশাপাশি আন্দোলনকারী ও জমিদানে অনিচ্ছুক চাষীদের ভরসা যোগানোই এদিনের বৈঠকের উদ্দেশ্য বলে রাজনৈতিক মহলের ধারণা।

এদিকে, সিঙ্গুর নিয়ে ফের ফেসবুকে বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি৷ শনিবার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সিঙ্গুর নিয়ে আমার গতকালের বার্তার বিপুল সাড়া পেয়েছি৷ আমি অভিভূত৷ আপনাদের সবাইকে ধন্যবাদ৷’

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘কৃষক স্বার্থে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আপনাদের এই নৈতিক সমর্থনই বড় অনুপ্রেরণা৷ সিঙ্গুর আন্দোলন সাম্প্রতিককালে এক নতুন মোড়৷ সিঙ্গুর আন্দোলনের সময় আমি ২৬ দিন অনশন করেছি৷ সিঙ্গুর জমি ইস্যুতে আমাদের সেই আন্দোলন, কৃষিভিত্তিক অর্থনীতিতে জমির গুরুত্বকে সামনে এনেছে৷ গরিব ও প্রান্তিক কৃষকদের জমি অধিগ্রহণের বিরোধিতায় সিঙ্গুর আন্দোলন দেশজুড়ে বিতর্কের ঝড় তোলে৷’

তিনি লিখেছেন, ‘আলাদা আলাদা করে সবাইকে যেহেতু জানানো সম্ভব নয়, তাই কৃষকদের স্বার্থ রক্ষা ও মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে যারা সমর্থন করেছেন, তাদের সবাইকে এক সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি৷ এ ব্যাপারে যারা ভিন্ন মত পোষণ করেন, তাদেরও ধন্যবাদ৷ কারণ, এটাই আমাদের গণতন্ত্র৷’

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ২৪, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।