ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের পরবর্তী অর্থমন্ত্রীর দৌড়ে এগিয়ে জয়রাম রমেশ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুন ২৪, ২০১২

নয়াদিল্লি: ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির পদত্যাগের পর কে হবেন ওই গুরুত্বপূর্ণ পদের উত্তরাধিকারী, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা রকম হিসেব।

প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি এ নিয়ে কিছুই বলতে চাননি।

এই মুহূর্তে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি চিন্তিত, তবে এই বিষয়টিও তার মাথায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী নিজে কিছু না বললেও কংগ্রেস শিবিরে এই মুহূর্তে জয়রাম রমেশ, মন্টেক সিং আলুওয়ালিয়া এবং রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর সি রঙ্গরাজনের নাম নিয়ে জল্পনা চলছে।

কংগ্রেস সূত্রে জানা গেছে, দৌড়ে অনেকটাই এগিয়ে জয়রাম। চলতি মাসের ২৬ তারিখ পদত্যাগ করার পর উত্তরাধিকারীর বিষয়ে প্রণব মুখার্জি নিজেই কোনো ইঙ্গিত দিতে পারেন বলে রাজনৈতিক মহলের মত।

কিন্তু প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু স্পষ্টই জানিয়ে দিয়েছেন, যোগ্য ব্যক্তি এবং বিচক্ষণ অর্থনীতিবিদ হিসেবে ওই মন্ত্রণালয়ের নিজের হাতেই রাখা উচিত মনমোহনের।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুন ২৪, ২০১২
আরডি/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।