ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিং পাহাড়ে জিটিএ নির্বাচন ২৯ জুলাই

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, জুন ২৬, ২০১২

কলকাতা: দার্জিলিং পাহাড়ে জিটিএ`র নির্বাচনের দিন ঘোষণা করল রাজ্যসরকার।

সোমবার সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জিটিএ নির্বাচন হবে আগামী ২৯ জুলাই।

ভোটগণনা ২ আগস্ট। ওই দিন ৪৫টি আসনের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে ভোটগ্রহণ। ৬৮৫টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। ৯ জুলাই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলপ্রকাশ হবে আগামী ২ অগাস্ট।

সরকারি বিজ্ঞপ্তি প্রসঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুং সোমবার জানিয়েছেন, সরকার পাহাড়ে নির্বাচন করতেই পারে। তবে নির্বাচনে মোর্চার অবস্থান কী হবে তা দিল্লি থেকে ফেরার পরই স্পষ্ট করবেন তিনি।


এদিকে পাহাড় সমস্যা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য এদিনই দিল্লি পৌঁছেছেন বিমল গুরুংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
 
মঙ্গলবারই বিমল গুরুংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল তাদের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করবেন। প্রণব মুখার্জির সঙ্গেও দেখা করতে পারেন মোর্চা নেতারা।

মোর্চা সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জানাতেই কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন মোর্চা সুপ্রিমো। জিটিএ নির্বাচনে ডুয়ার্স-তরাইয়ে মোর্চার পক্ষ থেকে ৬ জনের প্রতিনিধিত্বের বিষয়েও আলোচনা হতে পারে বৈঠকে।

দিল্লিতে বৈঠক সেরে কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের এক দফা বৈঠকে বসবেন মোর্চা নেতারা। তারপরই আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, জুন ২৬, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।