ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় শুরু হল ঐতিহ্যবাহী খারচি উৎসব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০১২
আগরতলায় শুরু হল ঐতিহ্যবাহী খারচি উৎসব

আগরতলা (ত্রিপুরা) : রাজ্যের ঐতিহ্যবাহী খারচি উৎসব বুধবার সকালে শুরু হল । আগরতলা শহরের অদূরে পুরানো হাভেলিতে খারচি উৎসবকে কেন্দ্র করে মানুষের ভীর উপচে পড়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হয়েছেন এই উৎসবে। রাজন্য আমল থেকেই এই উৎসব চলে আসছে ত্রিপুরায়।

এদিন সকালে উৎসবের সুচনা করেন শিল্পমন্ত্রী জীতেন্দ্র চৌধুরী। ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও। উৎসবের সুচনা করে জীতেন্দ্র চৌধুরী রাজ্যে সবার মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব আরও মজবুত করার আহবান জানান।

খারচি হল ধর্মীয় অনুষ্ঠান। প্রধানতঃ ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান এটি। যে জায়গায় খারচি উৎসব হয় সেই পুরানো হাভেলি এক সময় ছিল ত্রিপুরার রাজাদের রাজধানী।

সেখান থেকে পরে রাজধানী স্থানান্তরিত করেন আগরতলায়। কিন্তু এখন আর উপজাতি সমাজেই এই অনুষ্ঠান বা উৎসব আবদ্ধ নেই। রাজ্যের বাঙালিরাও  সমবেত হচ্ছেন এখানে। খারচি উৎসব এখন হয়ে উঠেছে রাজ্যের সব মানুষের উৎসব।

এবার খারচি উৎসবকে কেন্দ্র করে প্রায় দুই হাজার দোকান বসেছে পুরানো হাভেলি চত্বরে। আগামী সাত দিন চলবে এই উৎসব। উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে   সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা আরও অনেক কিছু।

বাংলাদেশ সময় : ১৫৫৫ ঘন্টা, জুন ২৭, ২০১২
তন্ময়/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।