ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র পেশ প্রণবের

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুন ২৮, ২০১২
ভারতের রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র পেশ প্রণবের

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন ক্ষমতাসীন ইউপিএ’র প্রার্থী প্রণব মুখার্জি ৷

সকাল ১১টায়  দিল্লির সংসদ ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রণব। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ’র চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং, রাষ্ট্রীয় জনতা দলের লালুপ্রসাদ যাদব।

বিএসপি’র সতীশ মিশ্রসহ ইউপিএ’র সব শরিক দলের নেতারাও হাজির ছিলেন ৷ তবে উপস্থিত ছিলেন না জোট শরিক তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি।

প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ ইউপিএ জোটের অন্যান্য নেতাদের সাক্ষরসহ ৪ সেটের মনোনয়নপত্র পেশ করেন প্রণব মুখার্জি। মোট ৪৮০ জন সাংসদ এবং বিধায়ক প্রণব মুখার্জির মনোনয়নপত্রে তার নাম প্রস্তাব ও সমর্থন করেছেন। তাত্‍পর্যপূর্ণভাবে তার একদফা মনোনয়নপত্রে প্রথম সই করেছেন এনডিএ’র আহ্বায়ক তথা জনতা দল (ইউনাইটেড) সভাপতি শরদ যাদবও।

এছাড়া মনোয়নপত্রেসই করেছেন ইউপিএ সরকারের সমর্থক মুলায়ম সিং যাদব এবং মায়াবতীও।

মনোনয়নপত্র পেশের আগে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সদস্যপদ ছাড়েন প্রণব মুখার্জি। মনোনয়নপত্র পেশের পর প্রণব মুখার্জির স্বীকৃত প্রতিনিধি হয়েছেন চণ্ডীগড়ের কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় সংসদীয়মন্ত্রী পবনকুমার বনশল।

অন্যদিকে, বৃহস্পতিবারই দুপুর আড়াইটে নাগাদ মনোনয়ন পেশ করবেন এনডিএ সমর্থিত প্রার্থী পূর্ণ অ্যাজিটক সাংমাও।

মনোনয়নপত্র পেশের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সদ্য সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ভারতীয় রাজনীতির কিংবদন্তী ব্যক্তিত্বরা রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেছেন। এ পদে ইউপিএ জোটের প্রার্থী হতে পেরে তিনি গর্বিত।

ইউপিএ জোটের শরিক ও সমর্থক দলগুলোর পাশাপাশি আরো অনেক দলও রাইসিনার রেসে প্রণব মুখার্জিকে সমর্থন জানিয়েছে। এমনকি এনডিএ’র শরিক জনতা দল (ইউনাইটেড), শিবসেনাও রয়েছে এ তালিকায়।

সমর্থনকারী সকল রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন প্রণব মুখার্জি।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জুন ২৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।