ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার প্রয়াগ ইউনাইটেডে খেলতে এলেন বিশ্বকাপার কার্লোস

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুন ২৮, ২০১২

কলকাতা: ভারতীয় ফুটবলে সবচেয়ে বেশি বাজেটের দল গড়ে এবার চমক দিয়েছে কলকাতার প্রয়াগ ইউনাইটেড।

বিশ্বকাপ খেলা কোস্টরিকা জাতীয় দলের নিয়মিত সদস্য কার্লোস হার্নান্ডেজ এবার খেলবেন প্রয়াগে।

এতো বড় মাপের বিশ্বকাপার এর আগে ভারতে খেলতে আসেননি কখনো।

কার্লোস কোস্টারিকার হয়ে বিশ্বকাপে খেলেছিলেন ১৬ নম্বর জার্সি পরে। অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের ক্লাব মেলবোর্ন ভিকট্রিতেও তাই। প্রয়াগ ইউনাইটেডে খেলতে এসেও তা বদলালো না। ক্লাবের পক্ষ থেকে বুধবার কার্লোস হার্নান্ডেজের হাতে তুলে দেওয়া হয় সেই ১৬ নম্বর জার্সি।

জোকার এক হোটেলে সাংবাদিক সম্মেলনে কলকাতায় খেলতে আসা নতুন বিশ্বকাপার কার্লোস বলেন, “ভারতে খেলবো বলে জাতীয় দল থেকে আমি বাদ পড়ে যাবো এরকম কোনো কারণ নেই। জাতীয় কোচের সঙ্গে কথা বলেই এসেছি। ”

এর আগে যাকে সই করানো নিয়ে এখন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের লড়াই তুঙ্গে সেই টোলগে ওজবেকে চেনেন না কার্লোস। কারণ, টোলগে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে খেলেননি। তবে চেনেন ভারতীয় যুব দলের কোচ আর্থার পাপাসকে।

গত বছর জাতীয় লিগে সর্বাধিক গোলদাতা রন্টি মার্টিন্সের সঙ্গে ফরোয়ার্ডে তাকে খেলাবেন বলে এনেছেন প্রয়াগ কর্তারা। কার্লোস বললেন, “আমি সাধারণত অ্যাটাকিং মিডিও পজিশনে খেলতেই বেশি পছন্দ করি। তবে কোচ চাইলে স্ট্রাইকারে খেলতেও অসুবিধা নেই। ”

তিনি জানান, তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল স্পেনের বিরুদ্ধে গত বছর নভেম্বরে। সেই ম্যাচটি ড্র হয়েছিল।

ভারতীয় ফুটবল সম্পর্কে কোনো ধারণা বিশ্বকাপার কার্লোসের না থাকলেও কলকাতায় দেড় লাখ দর্শকের স্টেডিয়াম আছে শুনে চমকে উঠেছেন। বৃহস্পতিবার তিনি দেখতে যান সল্টলেক স্টেডিয়াম। প্রয়াগের জুনিয়র টিম পাঠচক্রের একটি ম্যাচও দেখেন তিনি।

শনিবার কার্লোস ফিরে যাবেন দেশে। ভারতীয় ফুটবলের তারকা রন্টি, সুব্রত পাল, গৌরমাঙ্গি সিংহদের সঙ্গে অনুশীলনে নামবেন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।