ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আত্মসমর্পণকারী সন্ত্রাসীদের মামলা প্রত্যাহার করা হবে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জুন ২৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): আত্মসমর্পণকারী সন্ত্রাসবাদীদের ওপর থেকে মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন সি পি এমের রাজ্য সম্পাদক বিজন ধর।
 
তিনি জানান, আত্মসমর্পণকারী সন্ত্রাসবাদীদের ওপর থেকে মামলা প্রত্যাহার করা হবে।

তবে যে সব আত্মসমর্পণকারী সন্ত্রাসবাদীদের ওপর নারী ঘটিত অপরাধের মামলা দায়ের আছে, তা প্রত্যাহার করা হবে না। এটাই তাদের রাজনৈতিক সিদ্ধান্ত।

কিছুদিন ধরে সরকারের পক্ষ থেকে আদালতে বেশ কিছু আবেদন জমা পড়েছে আত্মসমর্পণকারী জঙ্গিদের ওপর থেকে মামলা প্রত্যাহার করার ব্যপারে। কিছু কিছু ক্ষেত্রে আদালত এগুলো গ্রাহ্য করছে আবার অনেক ক্ষেত্রে খারিজ করে দিয়েছে।

কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, রাজ্য সরকার জঙ্গিদের ওপর থেকে মামলা প্রত্যাহার করে নিচ্ছে। কংগ্রেসের তোলা এই অভিযোগের জবাব দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর।
 
উগ্রপন্থীদের সমস্ত মামলা প্রত্যাহারজনিত প্রসঙ্গে বিজন ধর বলেন, মামলা প্রত্যাহার না করলে এরা উগ্রবাদ ছেড়ে কেন মূল স্রোতে ফিরে আসবে? আর এখনো যারা ভুল বুঝে জঙ্গিবাদের পথে রয়ে গেছে, তাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে তো কিছু সুযোগ দিতেই হবে।

বিজন ধর বলেন, আমাদের কাছে বন্দুক প্রধান বিষয় নয়। আমাদের কাছে মানুষ বড়। সেই মানুষটাকে জয় করে আনতে চাই আমরা।

তিনি জানান, সন্ত্রাসবাদীরা ত্রিপুরায় সবচেয়ে বেশি খুন করেছে সিপিএমের কর্মী সমর্থকদের। তারপরও বুকে যন্ত্রণা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা আত্মসমর্পণ করছে তাদের ওপর থেকে মামলা তুলে নেওয়ার। কিন্তু নারীঘটিত অপরাধের মামলা কিছুতেই তোলা হবে না।

আত্মসমর্পনকারীদের জন্য কেন্দ্রীয় ও রাজ্যস্তরে বিভিন্ন সুযোগ সুবিধার প্যাকেজ রয়েছে। অন্য রাজ্যেও মামলা তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। সেখানে কংগ্রেস কোন কথা বলেনি। একমাত্র নারীশোষন ও নারীঘটিত মামলাগুলি প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দেন তিনি। কংগ্রেসের অবস্থা একই রকম, তাদের পুরনো ধ্যানধারনার বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। যার ফলে প্রত্যেকবারই জনগণ কংগ্রেসের গর্হিত কৃতকার্যের জন্য তাদের প্রত্যাখ্যান করছে বলে বিজন ধর জানান।
 
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুন ২৮, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।