ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কর্নাটকে একসঙ্গে ১০ মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জুন ২৯, ২০১২
কর্নাটকে একসঙ্গে ১০ মন্ত্রীর পদত্যাগ

ঢাকা: ভারতের কর্নাটকে ক্ষমতাসীন বিজেপি’র সংকট আরও ঘনীভূত হয়েছে। সর্বশেষ এই রাজ্যের ১০ জন মন্ত্রী শুক্রবার একে একে ইস্তফাপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়ার কাছে।



সদানন্দকে রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত স্বপদে রাখার ব্যাপারে বিজেপি’র ঘোষণার মাত্র একদিন পরেই এ ঘটনা ঘটলো। বিজেপি’র বিদ্রোহী নেতা ইয়াদুরাপ্পা গত শুক্রবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন।

পদত্যাগীদের মধ্যে ৮ জন হলেন, জগদীশ শেত্তার, সিএম উদাসী, মুরুগেশ আর নিরানি, বাসভরাজ বোম্মাই, উমেশ ভি কাট্টি, এম পি রেনুকাচার্য, ভি সোমানা এবং রেবুনায়েক বেলামাগি। তবে মুখমন্ত্রী সদানন্দ অপর ২ মন্ত্রীর পদত্যাগপত্রের বিষয়টি নিশ্চিত নন। ওই ২ মন্ত্রী হলেন শোভা কারান্দলাজে এবং নরসিংহ নায়েক (রাজু গৌড়া)।

তবে নয়াদিল্লি থেকে পার্টির শীর্ষ নেতৃত্ব পদত্যাগপত্র গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন মুখমন্ত্রী সদানন্দকে।

পদত্যাগী মন্ত্রীরা সবাই সাবেক মুখ্যমন্ত্রী বিএস ইয়াদুরাপ্পার সমর্থক। জানা গেছে, তারা সবাই ইয়াদুরাপ্পাকে ফের মুখ্যমন্ত্রী পদে দেখতে তৎপরতা চালাচ্ছেন।

একসঙ্গে ১০ মন্ত্রীর পদত্যাগের ঘটনা রাজ্যে বিজেপিকে বড় ধরনের সংকটে ফেলে দিয়েছে। এ ঘটনা আরও যে বিষয়টা সামনে নিয়ে এসেছে তা হলো, কর্নাটকের ক্ষমতার লড়াইয়ে ইয়াদুরাপ্পা এবার অন্তরাল থেকে সরাসরি সম্মুখ সমরে লড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগের সূত্রে ইয়াদুরাপ্পাকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল। তার ইস্তফার পর বি এস সদানন্দ মুখ্যমন্ত্রী হন। ইয়াদুরাপ্পা সমর্থক মন্ত্রীরা এরপর থেকে তাকে ফের মুখ্যমন্ত্রী পদে আনার জন্য উঠেপড়ে লাগেন। তারই ফলশ্রুতিতে শুত্রবারে মন্ত্রীদের এই গণপদত্যাগের ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময় : ২২০০ ঘণ্টা, ২৯ জুন, ২০১২
সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।