ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে বিস্ফোরণ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুন ৩০, ২০১২
কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে বিস্ফোরণ

কলকাতা: কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে আউটডোর জরুরি বিভাগের সামনে শনিবার সকালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে।



হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে মেডিসিন ব্লকে মিটার ঘরের বাইরে একজন পরিচ্ছন্নকর্মী কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান। এরপরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে একজন পরিচ্ছন্নকর্মী আহত হন।

বিস্ফোরণের পর সংলগ্ন রামমোহন ব্লকের কিছু অংশে আগুন ছড়িয়ে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এটি বোমা নয়, কার্বাইডের সঙ্গে পানি মিশে গিয়ে বিস্ফোরণ ঘটেছে।

ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন, বোমা স্কোয়াড ও গোয়েন্দা পুলিশ পৌঁছেছে।

বিস্ফোরণের পর নিরাপত্তার জন্য রোগীদের অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয় এবং আউটডোরের কাজ সাময়িক বন্ধ রাখা হয়।

আহত পরিচ্ছন্নকর্মীর নাম অমিত। তার চোখে ও বুকে আঘাত লেগেছে। হাসপাতালের চক্ষু বিভাগের ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চলছে।

ঘটনাস্থলে পৌঁছে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এর মধ্যে অন্তর্ঘাতের সম্ভাবনা থাকতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ”

দমকল কর্তৃপক্ষ জানায়িছে, ব্রাউন পেপারে মোড়ানো অবস্থায় বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণ খুব ছোট।

অন্য দিকে, পরিচ্ছন্নকর্মী মিউরিক অ্যাসিড দিয়ে পরিচ্ছন্নতার কাজ করার সময় বিস্ফোরণটি ঘটে বলে পুলিশ জানায়। এই ঘটনায় স্বভাবতই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।