ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মৃত হস্তিশাবক উদ্ধার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : এক হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে বনকর্মীরা এই হস্তিশাবকের মৃতদেহটি পরে থাকতে দেখেন সুবল কোবরা পাড়ায়।



এলাকাটি রাজধানী আগরতলা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে কল্যাণপুরে। এই এলাকায় মাঝে মধ্যেই হাতি নামে। তাণ্ডব চালায়। এলাকাটি আঠারমুড়া পাহাড়ের পাদ দেশে।  

বনকর্মীরা জানিয়েছেন, হাতির বাচ্চাটির বয়স চার বছর হবে। কিন্তু কি করে এটি মারা গেল তা নিয়ে নিশ্চিত নয় বনকর্মীরা।
প্রাথমিকভাবে অনুমান খাদ্যে বিষ মিশিয়ে এই হাস্তিশাবকটিকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের পরই নিশ্চিত করে বলা যাবে।

বাংলাদেশ সময় : ১২৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।