আগরতলা (ত্রিপুরা): বলিউড সুপার স্টার আমির খান চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। জেনেরিক মেডিসিন নিয়ে আভিনেতা আমির খান এই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে।
সম্প্রতি ভারতে জেনেরিক মেডিসিন নিয়ে প্রচণ্ড হৈচৈ হচ্ছে। এ নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন স্বয়ং অভিনেতা আমির খানই। ভারত থেকে প্রতি বছর প্রায় ৩৫ হাজার কোটি টাকার জেনেরিক ওষুধ বিদেশে রফতানি হয়। ভারত বিশ্বের সব চেয়ে বড় জেনেরিক ওষুধ রফতানিকারক দেশ।
কিন্তু এদেশের গরীব মানুষ জেনেরিক ওষুধের কোন সুবিধা পায় না। জেনেরিক ওষুধ হচ্ছে ব্রান্ডেড কোম্পানির ব্যতিরেকে অন্যসব অসুধ। ওষুধের সামগ্রী বা লবণ একই থাকে।
দেশের বেশিরভাগ ডাক্তারই নিজেদের লাভের খাতিরে ব্রান্ডেড কোম্পানির ওষুধ প্রেসক্রিপশন করেন। তারা জেনেরিক ওষুধ লেখেন না। এ সম্পর্কে প্রতিবাদে সরব হয়েছেন অভিনেতা আমির খান।
তিনি তার এই আন্দোলনের পথে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাহায্য চেয়েছেন। এর আগে দেশের কোন প্রথম সারির অভিনেতা এমনভাবে মানিক সরকারের সাহায্য চান নি।
বাংলাদেশ সময় : ১৯৫৯ ঘণ্টা, আগষ্ট ২৮,২০১২
সম্পাদনা : সুকুমারসরকার, কো-অর্ডিনেশনএডিটর
[email protected]