ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ৩৫ শতাংশ বৃষ্টি কম হয়েছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): এবারের বর্ষায় প্রায় ৩৫ শতাংশ বৃষ্টি কম হয়েছে রাজ্যে। কৃষিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা।



আবহাওয়া অফিসের এক কর্মকর্তা মঙ্গলবার  জানিয়েছেন, জুলাই মাসে রাজ্যে বৃষ্টি হয়েছে ১০৪৭ মিলি মিটার। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩১ শতাংশ কম। তিনি জানান, ১৯৭১ থেকে ২০১১ সাল পর্যন্ত আবহাওয়ার যে গড়পড়তা আবস্থা তাতেই দেখা গেছে বৃষ্টি এবার কম হয়েছে।

ওই কর্মকর্তা জানিয়েছেন, বৃষ্টি যা হয়েছে তাও সব জায়গায় সুষম হয়নি। সব জেলাতে সমান বৃষ্টি হয় নি।

তিনি বলেন, বৃষ্টি কম হওয়ার কারণে হয়তো সমস্যা এখুনি কিছু হবে না। কিন্তু আগামী কিছু দিন পর এর প্রভাব টের পাওয়া যাবে।

শীত শুরু হতেই রাজ্যের নদী নালা=গুলির পানি কমে যাবে। তাছাড়া কৃষিতে সমস্যা দেখা যাবে। সমস্যা হতে পারে পানীয় জলের ক্ষেত্রেও।

এমনিতেই রাজ্যের পাহাড়ি এলাকায় পানির তীব্র কষ্ট রয়েছে।

বাংলাদেশ সময় : ২০২৭ ঘণ্টা, আগষ্ট ২৮, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।