আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতে উপকৃত হবেন প্রায় ১৭৫৩ জন অনিয়মিত কর্মচারী।
রাজ্য সরকারের এ সিদ্ধান্তকে ভোটের চমক বলে দাবি করেছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস।
রাজ্য সরকারেরে অধীনে স্ব-শাসিত সংস্থাগুলোর কর্মীরাসহ পঞ্চায়েত, কৃষি, নগর পঞ্চায়েত, এবং আগরতলা পুর পরিষদের বেশ কিছু অনিয়মিত কর্মচারীর বেশিরভাগ স্থির বেতনে কর্মরত। আর কিছু আছেন ঠিকা শ্রমিক। তারা বেতন পান দৈনিক মজুরির ভিত্তিতে।
তাদের মধ্যে যাদের চাকরির মেয়াদ দশ বছর হয়েছে তাদেরই নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বামফ্রন্ট সরকার।
রাজ্যের অর্থ দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত খরচ হবে নয় কোটি টাকার বেশি।
২০১২-১৩ সালের বাজেট ভাষণেই অর্থমন্ত্রী বাদল চৌধুরী অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার ঘোষণা দিয়েছিলেন। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নিয়মিত করার সিদ্ধান্ত অনুমোদিত হয়।
বিরোধী দল কংগ্রেস দাবি করেছে, বাজেট ভাষণে প্রতিশ্রুতি থাকলেও সরকারের এ সিদ্ধান্ত নিতে পাঁচ মাস সময় লাগলো। এতেই পরিষ্কার, পুরো বিষয়টি করা হয়েছে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর