ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার মেট্রো রেলের কামরায় ধোঁয়া, আতঙ্ক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২

কলকাতা: মেট্রো রেলে কামরা থেকে হঠাৎ ধোঁয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ মহাত্মা গাঁধী রোড স্টেশনের যাত্রীরা জানিয়েছেন, স্টেশন থেকে ছাড়ার পরই ইঞ্জিন থেকে ৩ নম্বর কামরার নিচে আগুনের ফুলকি দেখা যায়৷ ধোঁয়ায় ভরে যায় কয়েকটি কামরা৷

এরপরই নিভে যায় দমদমগামী ট্রেনটির সব আলো৷ অন্ধকারে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ জানালার কাঁচ ভেঙে বাইরে বেরোতে গিয়ে আহত হন অনেকে৷

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকল৷ ততক্ষণে বিক্ষোভ দেখাতে শুরু করেন
যাত্রীরা৷

মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ বলেন, পুরো ট্রেন নয়, ৩ নম্বর কামরাটিতেই আলো নিভে গিয়েছিল৷ পরে ট্রেনটিকে স্টেশনে ফিরিয়ে এনে দরজা খুলে যাত্রীদের নামানো হয়।

ঘটনাটি বিচ্ছিন্ন, কিন্তু কীভাবে তা ঘটল খতিয়ে দেখা হচ্ছে৷

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।