কলকাতা: কেন্দ্র ও রাজ্য সরকারের মার্কিন ‘তোষণ’ নীতির প্রতিবাদে শনিবার কলকাতায় মিছিল করেছে বামফ্রন্ট।
যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে আয়োজিত এ মিছিলে এক লাখ মানুষ অংশ নেন বলে দাবি করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
মিছিলে মনমোহন সিং সরকারের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নীতির বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়।
বামফ্রন্টের অভিযোগ, মুখ্যমন্ত্রী মুখে বাম সুলভ কথা বললেও আদতে যুক্তরাষ্ট্রের স্তাবকতা করছেন।
কিছুদিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সচিবালয়ে এসে বামদের পরাজিত করার জন্য তাকে অভিনন্দন জানিয়ে গেছেন।
২০১৩ সালের ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মোত্সব অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার।
মিছিলে তৃণমূল সরকারের মার্কিনপ্রীতির এদু’টি দৃষ্টান্ত তুলে ধরা হয়।
এদিন বেলা ১টায় কলকাতার আকাশবাণী ভবনের উল্টোদিকে গোষ্ঠ পালের মুর্তির সামনে থেকে মিছিল শুরু হয়। শেষ হয় উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন- বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুসহ অন্য বাম নেতারা।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর