ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ক্যামেরুনকে ৭-৬ গোলে হারিয়ে নেহরু কাপ জয়ের হ্যাটট্রিক ভারতের

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১২
ক্যামেরুনকে ৭-৬ গোলে হারিয়ে নেহরু কাপ জয়ের হ্যাটট্রিক ভারতের

নয়াদিল্লি: ভারতীয় ফুটবলে ডাচ যুগ শুরুটা হল নেহরু কাপ জিতে। রোববার সন্ধ্যায় দিল্লিতে জহরলাল নেহেরু স্টেডিয়ামে ক্যামেরুনকে ৭-৬ গোলে হারিয়ে নেহরু কাপ জয়ের হ্যাটট্রিক করল ভারত।



ভারতীয় দলের কোচ হিসাবে ডাচ কোম উইম কোভারম্যান্সের এটাই ছিল প্রথম প্রতিযোগিতা।   আর তাতেই বাজিমাত করল ভারত।

এর আগের দু`বার ভারত এই নেহরু কাপে চ্যাম্পিয়ন হয়েছিল সিরিয়াকে হারিয়ে। আর এবার কাজ এল বিশ্ব ফুটবলের সমীহ জাগানো দেশ ক্যামেরুনকে হারিয়ে।

নির্ধারিত সময়ে ৯০ মিনিটে খেলার ফল ছিল ২-২। ১৯ মিনিটে ভারতকে গোল করে এগিয়ে দেন গৌরমাঙ্গি সিং। এরপর ২৫ মিনিটে গোল শোধ করে ফেলে ক্যামেরুন। বিরতির পর ভারত ১-২ গোলে পিছিয়ে পড়ে। কিন্তু খেলার ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে সমতায় ফেরান সুনীল ছেত্রী।

এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করেন বাঙালি গোলকিপার সুব্রত পাল।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১২
আরডি/এমআইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।