আগরতলা (ত্রিপুরা): ধর্মনগরের বিষ্ণুপুর গ্রাম থেকে ৫টি সোনার বিস্কুটসহ এক ব্যক্তিকে আটক করেছে বিএসএফ। যার বাজার মূল্য আনুমানিক ১৮ লক্ষ ৫০ হাজার টাকা।
রোববার বিএসএফ’র ১১৮ ব্যাটিলিয়নের জওয়ানরা ধর্মনগরের বিষ্ণুপুর গ্রামে রুটিন চেক-আপ চালায়। এসময় সামনে তল্লাসি দেখতে পেয়ে এক ব্যক্তি পালাতে থাকে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর কোম্পানি কমানডেন্ট গোবিন্দ সিং এর নেতৃত্বে জওয়ানরা তাকে ধাওয়া করে ৫টি সোনার বিস্কুট উদ্ধার করে। এক সময় সে বিস্কুটগুলো পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। জওয়ানরা তার কাছ থেকে একটি ভারতীয় সিম উদ্ধার করেছে।
বিএসএফ জানায়, বিস্কুটগুলোর ওজন ৫৮৩ দশমিক ০২ গ্রাম, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৮ লক্ষ ৫০ হাজার টাকা।
আটক ব্যক্তির নাম নগেন্দ্র দাস (৫০)। নগেন্দ্র দাস বিষ্ণুপুর চিতল ডহর গ্রামের বাসিন্দা কিশোর দাসের ছেলে।
জিজ্ঞাসাবাদে জওয়ানরা জানতে পারে, নগেন্দ্র দাস বিস্কুটগুলো করিমগঙ্গের ব্যবসায়ী সুভাষ দাসকে দেবার জন্য ধর্মনগরে যাচ্ছিল।
এদিকে বিস্কুট উদ্ধারের খবর পেয়ে বিএফএ’র ডিআইজি পিকে জোসি ঘটনাস্থলে উপস্থিত হন।
তিনি বলেন, বহুদিন পর বিষ্ণুপুর ব্যাটিলিয়নের হাতে একটি বড় ধরণের সাফল্য এসেছে। উদ্ধার হওয়া বিস্কুটগুলো কাষ্টমের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১২
তন্ময় চক্রবর্তী/এমআইএইচ