শিলিগুড়ি: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে আসা তিন বাংলাদেশি গ্রেফতার হলো পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দলগাঁও রেলস্টেশনে।
আটক বাংলাদেশি নাগরিকদের নাম মুহম্মদ নুরউদ্দিন, রাজা মিঞা ও মুহম্মদ কুতুব শাহ।
রেল পুলিশ জানিয়েছে, ভারতে কাজ দেওয়ার নাম করে এক দালাল এদের ৩০ হাজার বাংলাদেশি টাকার বিনিময়ে এদেশে নিয়ে আসে। গত ২২ আগস্ট তারা হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ৩১ আগস্ট পর্যন্ত শিলিগুড়ি শহরে থাকার পর ওই দিনই বাসে তাদের বীরপাড়া নিয়ে আসার সময় রাস্তায় ওই দালাল তাদের রেখে বাস থেকে নেমে যায়।
দলগাঁও স্টেশনে এদের বসে থাকতে রেল পুলিশ আরপিএফের সন্দেহ হলে তাদের আটক করা হয়। রোববার তাদের আদালতে পাঠানো হলে বিচারক ৯০ দিনের জেল হাজত দেন। এদের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজ ছিল না।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর