শিলিগুড়ি: বাংলাদেশের দহগ্রাম ছিটমহলে তিস্তা নদীর ভাঙন প্রতিরোধে শক্তিশালি বাঁধের ব্যবস্থা না করলে ভারতের শেষ ভূখণ্ড কোচবিহার জেলার কুচলিবাড়ির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিস্তা এরইমধ্যেই তার গতিপথ পরিবর্তন করে নদীর পাড় সংলগ্ন বাংলাদেশের দহগ্রাম ছিটমহলের কৃষিজমি গ্রাস করেছে।
কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিতেন রায় বলেন, “বাংলাদেশের দহগ্রাম ছিটমহলের জমি তিস্তার গর্ভে বিলীন হতে থাকলে কুচলিবাড়ির প্রাণকেন্দ্র ধাপড়াহাট চলে যাবে নদীর মধ্যে। নদীটির গতিপথ পরিবর্তনের ফলে বিস্তীর্ণ এলাকা, একাধিক বিএসএফ বিপিও বিলীন হয়ে যেতে পারে। ”
সেচ দফতর সূত্রে জানানো হয়েছে, আমরা ভারতীয় অংশে ভাঙন ঠেকাতে পারি। কিন্তু দহগ্রাম বাংলাদেশের। ওই অংশের ভাঙন রোধে বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নিতে হবে।
এবিষয়ে এরইমধ্যেই রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও সেচ দফতর জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১২
আরডি/ জেডএম