ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আয় বেড়েছে তৃণমূলের, কমেছে সিপিএমের

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন হওয়ার পর গত ১ বছরে ৩ গুণ আয় বাড়ছে তৃণমূলের। অন্যদিকে তুলনায় আয় কমেছে ক্ষমতা থেকে বিদায় নেওয়া সিপিএমের।



ভারতের রাজনৈতিক দলগুলোর আয়ের পরিসংখ্যান নিয়ে জরিপ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেসি রিফর্মস বা এডিআর। সেই জরিপে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

এডিআরের জরিপে বলা হচ্ছে, ক্ষমতার দিকে যত এগিয়েছে ততই আয় বেড়েছে লাফিয়ে লাফিয়ে৷

ভারতের আয়কর দফতরে দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৭-০৮ সালে তৃণমূলের আয় ছিল ৬৯ লাখ রুপি ৷ সেখানে ২ বছরের মধ্যে তাদের আয় বেড়ে হয় ১ কোটি ৯৬ লাখ রুপি ৷২০১০-১১ আর্থিক বছরে ৬ কোটি ১৬ লাখ রুপি আয় দেখিয়েছে তৃণমূল।

অন্যদিকে, সিপিএম ২০০৭-০৮ সালে ৫৮ কোটি ৭০ লাখ রুপি আয়ের হিসেব দিয়েছিল৷ দু’বছর পর তাদের সেই আয় বেড়ে হয় ৭৩ কোটি ২৮ লাখ রুপি।

কিন্তু এরপরই তুলনায় আয় কমতে থাকে সিপিএমের। গত আর্থিক বছরের তুলনায় সিপিএম ২০১০-১১ আর্থিক বছরে মাত্র ১ কোটি ৩৯ লাখ রুপি দলের জন্য জোগাড় করতে পেরেছে৷

যেখানে ২০০৭-০৮-র থেকে ২০০৯-১০ সালে ১৩ কোটি ৫৮ লাখ রুপি আয় বাড়িয়েছিল সিপিএম, সেখানে ২০১০-১১ বছরে মাত্র ১ কোটি ৩৯ লাখ রুপি আয় বাড়িয়েছে তারা।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এ আয় গত বছরগুলির তুলনায় কম ৷ পশ্চিমবঙ্গ ও কেরল থেকে ক্ষমতা হারানো, কমতে থাকা কর্মী সংখ্যার বড়সড় প্রভাব পড়েছে দলের তহবিলে।

আয়ের উৎস হিসেবে পার্টি কমীর্দের কাছে লেভি আদায়ের কথা উল্লেখ করেছে
সিপিএম ৷ তৃণমূল পার্টি কর্মীদের কাছ থেকে অনুদান ও চাঁদার কথা উল্লেখ করেছে৷

এ জরিপে দেখা যাচ্ছে, বিগত ৭ বছরে ভারতের শীর্ষ স্থানীয় ২৩টি রাজনৈতিক দল ৪ হাজার ৬৬২ কোটি রুপি মোট আয় করেছে। এর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে কেন্দ্র ক্ষমতাসীন কংগ্রেস। আর এরপরেই বিরোধী দল বিজেপি।

কংগ্রেস আয় করেছে ২ হাজার ৮ কোটি রুপি। আর বিজেপির আয় ৯৯৪ কোটি রুপি।

কংগ্রসে মূলত আয় করেছে অনুদানের কুপন বিক্রি করে। অন্যদিকে, বিরোধী দল বিজেপির বেশির ভাগ আয়ের উৎস কর্পোরেট সংস্থার অনুদান থেকে।

এ আয়ের উৎস নিয়ে তথ্য জানাতে বিভিন্ন দলের উৎসাহের অভাবও লক্ষ্য করেছে এডিআর। ভারতের ১৮টি আঞ্চলিক দল নির্বাচন কমিশনে কোনও তথ্যই দেয়নি। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স ও তৃণমূলও৷

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।