ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রণব মুখার্জি শুক্রবার কলকাতায় যাবেন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২

কলকাতা : ভারতের রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজের রাজ্য পশ্চিমবঙ্গে শুক্রবার আসছেন প্রণব মুখার্জি।

কলকাতায় ৪দিনের সফরে শুক্রবার বিকাল ৩টে নাগাদ দিল্লি থেকে বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে পৌছাবেন তিনি।

সেখানে তিন বাহিনীর জওয়ানরা তাকে গার্ড অফ অনার দেবেন। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রেসকোর্স হয়ে রাজভবনে যাবেন।

বিকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। রাতে রাজভবনে থাকবেন রাষ্ট্রপতি।

শনিবার সকালে খরগপুর আইআইটি কলেজ ও বিকালে নেতাজি রিসার্চ ব্যুরো এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাতে রাষ্ট্রপতির সন্মানে রাজ্যপাল রাজভবনে নৈশভোজের আয়োজন করেছেন।

রোবরার হুগলি জেলার ফুলেশ্বরে সঞ্জিবনী হাসপাতালে যাবেন রাষ্ট্রপতি। এরই মধ্যে এদিন বেশ কিছু সময় ঢাকুরিয়ায় নিজের বাড়িতে থাকবেন তিনি। সোমবার সকালে দিল্লি ফিরে যাবেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময় : ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।