নয়াদিল্লি: মহানবীর (সা.) বিরুদ্ধে কুৎসা ছড়ানো মার্কিন ছবিটিকে ইন্টারনেটে ব্লক করার নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর সরকার এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করার পর শুক্রবার এ নির্দেশ দিল মন্ত্রণালয়।
এদিন ভারতের কম্পিউটার এমারর্জেন্সি রেসপন্স টিমের ডিরেক্টর জেনারেলকে ওই ছবির লিঙ্ক সংক্রান্ত ইন্টারনেটের সব ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি গুগলের কাছেও ছবির সমস্ত ইউআরএল তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত সরকার।
ইতিমধ্যে মিশর এবং লিবিয়ায় ছবিটি ব্লক করেছে গুগল। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটির তরফে ইউটিউব এবং অন্যান্য সাইট থেকে ছবির ট্রেলার ব্লক করা হয়েছে।
অবশ্য ভিডিও শেয়ারিংয়ের সাইট ইউটিউব ছবিটির ট্রেলার তুলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র মিশর এবং লিবিয়ার মতো দেশে ছবিটি ব্লক করা হয়েছে বলে ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, শুক্রবার জম্মু-কাশ্মীর রাজ্যের ইসলামি চিন্তাবিদ বসিরুদ্দিন আহমেদ রাজ্যে অবস্থানরত মার্কিন পর্যটকদের যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীর ছাড়তে অনুরোধ করেছেন।
ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে যেভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে তাতে মার্কিন পর্যটকদের নিরাপত্তার কারণেই তিনি এ অনুরোধ করেছেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর