ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত সিপিএম ছাত্রদের বিপুল জয়

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২

নয়াদিল্লি: রাজনৈতিক জীবনের সুত্রপাত্র যে বিশ্ববিদ্যালয়ে সেই জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়(জেএনইউ)-তে বিক্ষুব্ধদের কাছে হারলেন প্রকাশ কারাট-সীতারাম ইয়েচুরিরা।

রোববার ফল বের হওয়ার পর দেখা যায়, জেএনইউ`র ছাত্র সংসদ নির্বাচনে একটি আসনেও জয়ী হতে পারেনি সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই৷ বিপুল ভোটে জিতেছেন সিপিএমের ছাত্র সংগঠন থেকে বহিষ্কৃতরা।



এ হারে জেএনইউ ছাত্র সংগঠন নির্বাচনে বড় ধাক্কা খেল এসএফআই। এদিন প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন বিক্ষুব্ধ এসএফআই প্রার্থী ভি লেনিন কুমার। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন নকশালপন্থি এআইএসএ৷ বিভিন্ন বিভাগের কাউন্সিলর পদগুলোর মধ্যে ৫টিতে জিতেছে বিক্ষুব্ধ এসএফআই।

রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ প্রার্থী প্রণব মুখার্জিকে সমর্থন করার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে দল থেকে বহিষ্কৃত হতে হয় প্রসেনজিৎ বসু-সহ এসএফআইয়ের ৪ নেতাকে। ভেঙে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ইউনিট-টিও ৷

এরপরই এসএফআই-জেএনইউ নামে নতুন একটি সংগঠন তৈরি করে নির্বাচনে দাঁড়ায় তারা।

মোট ৪ হাজার ৩০৫টি ভোটের মধ্যে ১ হাজার ৪৪৫টি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন লেনিন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।