ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মৌলবাদের বিরুদ্ধে শাহরিয়ারের প্রামাণ্যচিত্র প্রর্দশনী কলকাতায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
মৌলবাদের বিরুদ্ধে শাহরিয়ারের প্রামাণ্যচিত্র প্রর্দশনী কলকাতায়

কলকাতা: বাংলাদেশের সাংবাদিক ও ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সংগঠক শাহরিয়ার কবিরের মৌলবাদ বিরোধী প্রামাণ্যচিত্র ‘জিহাদ উইদাউট বর্ডার’ প্রদর্শিত হল কলকাতায়।

বুধবার বিকেল ৫টায় বিড়লা প্ল্যানেটেরিয়ামের সম্মেলন কক্ষে এ প্রর্দশনীর আয়োজন করে ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টার।



অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র বিষয়ে আলোচনা করেন শাহরিয়ার কবির, ত্রিপুরার রাজমাতা বিভু কুমারী দেবী, অধ্যাপক সঞ্জয় মুখার্জি, কবি সুবোধ সরকার ও অধ্যাপক জয়ন্ত রায়।

পাকিস্তানে মৌলবাদের উত্থান ও দেশটিতে বর্তমানে প্রগতিশীল ধর্মনিরপেক্ষে শক্তির বর্তমান অবস্থা, এ প্রামাণ্যচিত্রটিতে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক শাহরিয়ার কবির।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২ 

আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।