কলকাতা: বিজেপির ডাকে ভারত জুড়ে বৃহস্পতিবারের হরতালকে সমর্থন করে নতুন বির্তকের জন্ম দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্র ক্ষমতাসীন ইউপিএ জোট ছেড়ে তিনি কী নতুন সমীকরণের পথে হাঁটতে চলেছেন?
এদিন বিকালে মহাকরণে তিনি বলেন, হরতাল একটা জেনুইন ইস্যু।
একদিকে বিজেপির ডাকা হরতালে যোগ দেওয়ার জন্য দেশের মানুষকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্যে একই বিষয়ে বামেদের ডাকা ধর্মঘটে `অংশগ্রহন না` করার জন্য রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন তিনি!
তিনি এও বলেন, যদিও ইস্যু সমর্থন করলেও রাজ্য সরকার হরতালকে সমর্থন করে না। তৃণমূল নীতিগতভাবে এর বিরোধী৷ ইচ্ছা করলে ফোর্সফুলি বন্ধ তুলে দিতে পারতাম। কিন্তু আমরা গনতন্ত্রে বিশ্বাস করি। তাই জোর করে কিছু করতে চাইনি।
তিনি আরও বলেন, বিকেল ৩টা পর্যন্ত সরকারি দফতর গুলিতে উপস্থিতির হার ছিল ৮৮ থেকে ৮৯ শতাংশ। যা অনান্য স্বাভাবিক দিনের থেকেও নাকি বেশি! রাজ্যে কর্ম সংস্কৃতির যে `জোয়ার` এসেছে তা কোনভাবেই নষ্ট হতে দেবনা।
পরিবহন ব্যবস্থাকে `এমার্জেন্সি সার্ভিস` বলে উল্লেখ করে তিনি বলেন, হরতালের দিনে আর ইচ্ছামতো যানবাহন বন্ধ করে রাখা চলবে না। এই বিষয়ে রাজ্য সরকার শিগগিরই কঠোর আইন আনতে চলেছে। যখন তখন যানবাহন বন্ধ করে রাখলে লাইসেন্স বাতিল পর্যন্ত করা হতে পারে।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
আরডি/এমএমকে