শিলিগুড়ি: প্রবল বর্ষণে ফলে বন্যা ও ভূমি ধসে বিপর্যস্ত উত্তরপূর্ব ভারত। সিকিমে ধসে ২০ জন, অরুণাচল প্রদেশে ৩ জন নিহত হয়েছেন।
উত্তর সিকিমে ভয়াবহ ধসে ২০ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ বহু মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিপর্যস্ত রাজ্যটির চুংথাং ও কালাপাত্থর এলাকা। গত কয়েকদিন টানা বৃষ্টির পর শুক্রবার রাতে বন্যা হয় এই এলাকায়। এলাকায় থাকা জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সেস ও ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের (আইটিবিপি) দুটি ক্যাম্প পুরোপুরি ভেসে গিয়েছে।
সমগ্র এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৷ভূমি ধস নামায় পুরোপুরি বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে উদ্ধার কাজ। ধসে ধ্বংস হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু। তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের একটি শ্রমিক বসতিও ভেসে গেছে।
আইটিবিপি জানিয়েছে, তাদের ১১ জওয়ান নিখোঁজ। ধসের জেরে উত্তর সিকিমের একটি সড়কের ৩০ কিমি অংশ ভেসে গেছে।
অন্যদিকে অরুণাচল প্রদেশ ভূমি ধসে ৩ জন নিহত হয়েছে।
আসামে প্রবল বর্ষণে ১৩ টি জেলা বন্যার কবলে পড়েছে। সর্বাধিক ক্ষতিগ্রস্ত তিনসুকিয়া জেলা। কাজিরাঙ্গায় ব্রহ্মপুত্র বিপদসীমার ওপর দিয়ে বইছে। পানির তলায় ডিব্রু-সাইখোওয়া ন্যাশনাল পার্ক। বন্যার্তদের জন্য ৬০ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। চলতি বছরেই এই নিয়ে চতুর্থবার বন্যা হল আসামে।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১২
আরডি/এজে