কলকাতা: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রোববার সন্ধে ৬টা নাগাদ উত্তর কলকাতার কাশীপুরে পঞ্চাশ নম্বর লকগেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে আগুন নেভাতে গিয়ে আহত হন ২ জন।
প্রথমে একটি রঙের কারখানায় আগুন লাগে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরে পাশের প্লাস্টিকের কারখানাতেও আগুন লাগে । দমকা হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে পাশের বস্তিতে। আগুন নেভাতে পৌঁছায় দমকলের ২২টি ইঞ্জিন।
কলকাতা জুড়ে যখন বৃষ্টিপাত চলছে তখনই এইখানে আগুন লাগে। ধারণা করা হচ্ছে বাজ পরার পর শট সার্কিট থেকে এই আগুন লেগেছে। আতঙ্কে এলাকার মানুষ ঘর ছেড়ে বের হয়ে আসেন।
এদিকে, প্রবল বৃষ্টিতে পানিতে জমায় উত্তর ও মধ্য কলকাতায় যানজটের সৃষ্টি হয়। যার ফলে, ঘটনাস্থলে দেরিতে পৌঁছায় দমকলের ইঞ্জিন। দমকল দেরিতে পৌঁছানোয় আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয় বলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত দমকলমন্ত্রী জাভেদ খানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১২
আরডি/
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর