ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইউপিএ সরকারের বিরুদ্ধে এবার দিল্লিতে প্রতিবাদ মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১২

কলকাতা: কেন্দ্রের আর্থিক সংস্কারের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানাতে এবার ১ অক্টোবর ডিজেলের মূলবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাই ও খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে দিল্লির যন্তর-মন্তরে মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিবাদ অবস্থানে বসবেন তৃণমূল সাংসদরা।

যদিও, আগে ২৬ সেপ্টেম্বর অবস্থানের দিন ঠিক হয়েছিল ৷ কিন্তু মমতা ব্যানার্জির উপস্থিতির কথা ভেবে দিন বদলে ১ অক্টোবর ঠিক করা হয়েছে ৷

যন্তর-মন্তরে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভে মমতা ব্যানার্জির উপস্থিতি কেন্দ্রের বিরুদ্ধে সংঘাতকে আরও তীব্র করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।



এদিকে, পশ্চিমবঙ্গে কংগ্রেসের ৬ মন্ত্রীর ইস্তফার পরই রাজ্য মন্ত্রিসভায়  রদবদল নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ইস্তফার জেরে আপাতত শূন্য হয়েছে রাজ্যের বেশ কয়েকটি মন্ত্রক। সেচ এবং মৎস দফতরের মতো গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রকের ক্ষেত্রেই কেবল নতুন পূর্ণমন্ত্রী করা হবে, না মন্ত্রিসভায় আরও বেশি নতুন মুখ দেখা যাবে তা নিয়ে তুমুল আলোচনা চলছে।  

তৃণমূল সূত্রে জানা গেছে, বিষয়টিই এখনও আলোচনার স্তরেই রয়েছে। তবে নতুন মন্ত্রীদের নাম নিয়ে এরইমধ্যেই দলীয় নেতাদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

উঠে এসেছে শ্রমিক নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বা পশ্চিম মেদিনীপুরের জ্যোতির্ময় করের নাম। আবার মুখ্যমন্ত্রীর নিজের পছন্দ হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাঁজার কন্যা শশী পাঁজার নামও শোনা যাচ্ছে কোনও কোনও মহলে।

অনেকে আবার মনে করছেন, কলকাতা পৌরসভার কাজে খুশি নয় মহাকরণ।   তাই শোভন চ্যাটার্জিকে মন্ত্রী করে অন্য কাউকে মেয়রের পদে নিয়ে আসার সম্ভাবনাও সেক্ষেত্রে রয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।