কলকাতা: কলকাতা-ঢাকা রুটে প্লেন কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। ইতিমধ্যেই কিংফিশার কলকাতা থেকে সমস্ত প্লেন তুলে নিয়েছে।
ফলে, এক দিকে যেমন চাহিদা ও জোগানের ফারাক বেড়েছে, তেমনই বেড়েছে ভাড়া। ব্যবসার কাজে কলকাতা থেকে নিয়মিত ঢাকায় যাতায়াত করেন অনেকেই।
নিয়মিত যাত্রী কাকলি মিত্র বলেন, “খুব অসুবিধায় পড়ে গিয়েছি। এখন এই রুটে বাংলাদেশ বিমান, জেট এবং ইউনাইটেড এয়ারের বিমান চলে। ইউনাইটেড এয়ার ও বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট। জেট-এর ফ্লাইট অনেক ভোরে। ”
একটি গাড়ি প্রস্তুতকারী সংস্থার হয়ে বাংলাদেশে রয়েছেন সায়ন মুখোপাধ্যায়। তিনি বলেন, “আগের থেকে ভাড়া বেড়ে গিয়েছে অনেকটাই। কলকাতা-ঢাকা বিমান ধরতে ভোর চারটের সময়ে ঘুম থেকে উঠে আসতে হয়। বেশ কষ্টসাধ্য। এই মুহূর্তে বিমানের সংখ্যা বাড়ানো উচিত। ”
কলকাতায় ট্রাভেল এজেন্ট সংগঠনের চেয়ারম্যান অনিল পঞ্জাবী জানালেন, গত কয়েক বছরে এই রুটে যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। শুধু ব্যবসার কাজে নয়, বেড়াতে, আত্মীয়-বন্ধুদের কাছে এবং চাকরির জন্য অনেকে এই রুটে যাতায়াত করেন। তারা নিয়মিত প্লেন চান।
সম্প্রতি কলকাতায় এসে বাংলাদেশের আর এক বেসরকারি এয়ারলাইন রিজেন্ট এয়ারওয়েজ এই রুটে বিমান চালানোর কথা ঘোষণা করেছে।
রিজেন্টের বিপণন ডিরেক্টর আখতার আহমেদ বলেন, “বাংলাদেশ থেকে চিকিৎসার জন্যও অনেকে কলকাতায় আসতে চান। তারাও বিমান পাচ্ছেন না। ”
জানা গেছে, এখনও আন্তর্জাতিক রুটে বিমান চালানোর অনুমতি রিজেন্টের হাতে আসেনি।
সংস্থাটি দাবি করেছে, ডিসেম্বরে কলকাতা রুটে সপ্তাহে সাতদিন ফ্লাইট শুরু করবেন তারা। আপাতত ৫০ আসনের বিমান ব্যবহার করা হবে। পরে বড় বিমান ভাড়া করা হবে বলে দাবি সংস্থার। ভারতে বিপণনের জন্য সংস্থা বার্ড গ্রুপকে দায়িত্ব দিয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১২
আরডি/আরআর