কলকাতা: আবার মাওবাদী কার্যকলাপে উত্তপ্ত পশ্চিমবঙ্গের জঙ্গলমহল। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের মেটালার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন যৌথবাহিনীর ২ সিআরপিএফ সদস্য৷
প্রশাসনিক সূত্রে জানা গেছে, মাওবাদীরা মেটালার জঙ্গলে রয়েছে৷ গোপনসূত্রে এই খবর পেয়ে, সোমবার দিবাগত রাত আড়াইটা নাগাদ তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ৷ আচমকাই জঙ্গলের ভিতর থেকে গুলি চালায় মাওবাদীরা৷ পাল্টা গুলি চালায় সিআরপিএফও৷গুলিতে নিহত হন ২ সিআরপিএফ সদস্য ৷
উল্লেখ্য, ২০১০-এ এই মেটালার জঙ্গলেই যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন মাওবাদী নেতা সিধু সোরেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, জঙ্গলমহলে ফের মাওবাদীদের তৎপরতা শুরু হয়েছে। এবার তাদের লক্ষ্য সিপিএম নয়, এলাকার তৃণমূলের নেতা-কর্মীরা। এই ঘটনা এখন পুলিশ-প্রশাসনের মাথাব্যাথার অন্যতম কারণ হয়ে উঠছে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর