আগরতলা (ত্রিপুরা): শিশু মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজধানী আগরতলার আইজিএম হাসপাতাল।
সোমবার রাজ্যের প্রধান হাসপাতালটি একই দিনে দুটি শিশুর মৃত্যু হয়।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা মুখথুবড়ে পড়ার প্রমাণ সোমবার পাওয়া গেল। এদিন সকালে মারা যায় দুই মাসের সাগর সরকার। রাত আটটা নাগাদ মারা যায় দুই দিনের অর্পিতা দাস।
মৃত শিশু দুটির পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে এই মৃত্যু হয়েছে। রাতে শিশুর মৃত্যু ঘিরে আইজিএম হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্ক দেখা দেয় হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগীর আত্মীয়-পরিজনদের মধ্যেও। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। এক নারী চিকিৎসককে মারধর করা হয়। আক্রমণ করা হয় নার্সদেরও।
রাত নয়টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। শিশু দুটির পরিবারের লোকজন রাত সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতাল ঘেরাও করে রাখে। চিকিৎসাকর্মী, সাধারণ মানুষ কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘন্টা, অক্টোবর ০২, ২০১২