নয়াদিল্লি: ভারতের বিহার রাজ্যে ক্ষমতাসীন এনডিএ জোট এবার ভাঙনের পথে। বিজেপির রাজ্য কমিটি ঘোষণা করেছে, শরিক দল জনতা দল ইউনাইটেড(জেডইউ-)র সঙ্গে আসন সমঝোতা না করে তারা ৪০টি লোকসভা আসনেই প্রার্থী দেবে।
এর ফলে জনতা দল ইউনাইটেডর সঙ্গে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজেপি বিহারে জনতা দল ইউনাইটেডর থেকে ছোট দল হলেও জোট সঙ্গী। জনতা দল ইউনাইটেডের প্রধান নীতিশ কুমারই বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী।
গত সপ্তাহে সুরজকুণ্ডের বৈঠকে বিহারের বিজেপি প্রেসিডেন্ট সিপি ঠাকুর এ বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, জনতা দল ইউনাইটেডের সঙ্গে থেকে তাদের অস্বস্তি বাড়ছে। তাই তারা এবার ৪০টি আসনে নিজেরাই প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
মঙ্গলবার একই কথা সাংবাদিকদের বলেন সিপি ঠাকুর।
রাজনৈতিক মহল মনে করছে, নীতিশ কুমার ভালভাবে সরকার চালালেও বিজেপির কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে মোদীই এগিয়ে। তাই তাদের এই সিদ্ধান্ত।
এদিকে, নীতিশ কুমার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, জনতা দল ইউনাইটেড এটা মেনে নেবে না। কারণ সংখ্যালঘু মুসলিম ভোট তাকে ক্ষমতায় আসতে সহায়তা করেছে। নীতিশ কুমার নিজেও প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে প্রার্থী হিসেবে থাকতে চান।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১২
আরডি/ জেডএম