নয়াদিল্লি: কাশ্মীর ইস্যু নিয়ে আবার জাতিসংঘের সাধারণ পরিষদে বাকযুদ্ধ করেছে ভারত ও পাকিস্তান । জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয় বলে পাকিস্তানের দাবি মঙ্গলবার সরাসরি উড়িয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ।
কাশ্মীর ইস্যু নিয়ে গত সপ্তাহে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বিতর্ক উসকে দেওয়ার পর জাতিসংঘে পাকিস্তানের সহকারী স্থায়ী প্রতিনিধি রাজা বশির তারার দাবি করেন, জম্মু-কাশ্মীর কখনও ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না। জাতিসংঘ সনদ অনুযায়ী এর নিস্পত্তি দাবি করেন তারার।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ অবশ্য পাকিস্তানের এই দাবিকে খারিজ করে দিয়েছেন। সাধারণ পরিষদের ভাষণে তিনি বলেন, “জাতিসংঘের মঞ্চে জম্মু-কাশ্মীর নিয়ে একটি অবাঞ্চিত প্রসঙ্গ টেনে আনা হয়েছে। আমি আশা করিনি প্রেসিডেন্ট জারদারি কাশ্মীরের প্রসঙ্গ টেনে আনবেন। ” তিনি বলেন, “আমরা দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দিতে চাই, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই অবস্থান ভারত দশকের পর দশক ধরে নিয়ে আসছে। ”
প্রসঙ্গত, অতীতেও পাকিস্তান বহুবার জাতিসংঘে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেছে। তবে দিল্লি বারবার এ বিষয়টি তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে জানিয়ে আসছে।
মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাও এই সমস্যার সমাধানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। গত জুলাইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ভারত ও পাকিস্তানের আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১২
আরডি/সম্পাদনা : শাহেদ হোসেন/আরআর