আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার সাবেক মন্ত্রী মনসুর আলিকে সম্মাননা দেবে বাংলাদেশ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত এই মন্ত্রীকে মরণোত্তর সম্মাননা দেবে বাংলাদেশ সরকার।
আগামী ২০ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে মনসুর আলিকে এই সম্মাননা দেওয়া হবে। প্রয়াত মনসুর আলির পক্ষে সম্মাননা গ্রহণ করবেন তার ছেলে বাহারুল ইসলাম মজুমদার।
সম্প্রতি বাহারুল ইসলামের কাছে বাংলাদেশ সরকারের তরফ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আগরতলায় বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে এই আমন্ত্রণপত্র এসে পৌঁছায় তার কাছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে বলা হয়েছে, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সরকার প্রয়াত মনসুর আলিকে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
এর আগেও ত্রিপুরার বেশ কয়েকজন মন্ত্রীকে মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করেছিল বাংলাদেশ সরকার।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১২
সম্পাদনা : শাহেদ হোসেন ,নিউজরুম এডিটর/আরআর