নয়াদিল্লি: ভারতের স্কুলগুলোর অবকাঠামো নিয়ে ইউনিসেফের জরিপ থেকে ভয়ানক তথ্য প্রকাশ্যে আসার দিনই সুপ্রিম কোর্ট এ নিয়েই কড়া বার্তা দিয়েছেন কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারকে।
সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী ৬ মাসের মধ্যেই সমস্ত স্কুলে পানীয় জল ও শৌচাগারের মতো মৌলিক অবকাঠামো বানিয়ে দিতে হবে।
বিচারপতি কে এস রাধাকৃষ্ণাণকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বুধবার ৬ মাস সময় বেঁধে দিয়ে কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, এ সময়সীমার মধ্যে গোটা দেশের সমস্ত স্কুলে এ অবকাঠামো নির্মাণের পদক্ষেপ নিতে হবে। এর আগেও এই ন্যূনতম পরিকাঠামো নিয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
স্কুলগুলোতে শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত এ নির্দেশ দিলেন। একই সঙ্গে আদালতের বক্তব্য, স্কুলে এই ন্যূনতম অবকাঠামো না থাকা মানে সংবিধানের ২১/এ ধারায় সকল শিশুকে বিনা বেতনে ও বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার যে আইন রয়েছে তা লঙ্ঘিত হচ্ছে।
বেঞ্চ স্পষ্ট করেই বলেছেন, এ ব্যাপারে যাবতীয় নির্দেশই ওই সময়সীমার মধ্যে শেষ করতে হবে। ২০১১ সালের ১৮ অক্টোবর সর্বোচ্চ আদালত বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারি প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, সমস্ত সরকারি স্কুলে শৌচাগার বানাতে হবে, বিশেষ করে যেখানে মেয়েরা পড়ে।
এদিকে বুধবারই দেশের স্কুলগুলোতে এ ধরনের মৌলিক পরিকাঠামো নিয়ে একটি জরিপের ফল প্রকাশ করেছে ইউনিসেফ।
সে জরিপে ধরা পড়েছে, ভারতের প্রায় ৩ কোটি শিশু তাদের স্কুলে কোনো শৌচাগারের সুযোগ থেকে বঞ্চিত। যদিও সাম্প্রতিক কয়েক বছরে স্কুলগুলোতে এমন সুযোগ অনেকটাই বেড়েছে।
ওই জরিপ জানিয়েছে, শৌচাগার রয়েছে এমন স্কুলের সংখ্যা গত পাঁচ বছরে ৫০ থেকে ৭৫ শতাংশে পৌঁছেছে। মেয়েরা পড়ে এমন প্রতিষ্ঠানে এ সুযোগ রয়েছে মাত্র ৬০ শতাংশ স্কুলেই। প্রায় তিন কোটি শিশু স্কুলে শৌচাগারের সুযোগ থেকে বঞ্চিত। আর ৬৫ লাখ শিশু (৩ দশমিক ৪৬ শতাংশ) স্কুলে পানীয় জলের সুযোগ থেকে বঞ্চিত।
ইউনিসেফ এ জরিপ আরও জানিয়েছে, গোটা বিশ্বে প্রায় ২৬৫ কোটি শিশু তাদের স্কুলে কোনো ঠিকঠাক শৌচাগার পায় না। ৮ কোটি ৮৩ লাখ শিশু পায় না কোনো নিরাপদ পানীয় জল।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর