কলকাতা: জেল থেকে পালাল বিচারধীন ৩ বাংলাদেশি। সম্প্রতি কলকাতায় ২ বিচারাধীন বাংলাদেশি পালানোর পর এবার উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বনগাঁ থেকে বুধবার পালাল ৩ বাংলাদেশি।
প্রশাসন সুত্রে জানা গেছে. এদিন দুপুরে বনগাঁর উপ সংশোধনাগার(সাব জেল) এর ৩০ ফুটের উচুঁ পাঁচিল টপকে পালিয়ে যায় মুহম্মদ আবুল মিঞা, মুহম্মদ হাসান ও মামুন শেখ। আবুল বনগাঁয় রেল পুলিসের হাতে ধরা পড়ে গত ৭ সেপ্টেম্বর। হাসান ও মামুন ধরা পড়ে ১২ ও ২৪ সেপ্টেম্বর পুলিশের হাতে।
সুত্র আরও জানিয়েছে, এদের বিরুদ্ধে অবৈধ ভাবে ভারতে প্রবেশ, চুরি ও ডাকাতির অভিযোগে মামলা চলছিল।
উপ সংশোধনাগারের সুপার ও মহকুমা শাসক অভিজিৎ ভট্টাচার্য বলেন, দুপুর ১২টা নাগাদ বন্দীদের গণনার সময় এদের ৩ জনের উপস্থিতি রের্কড হয়। এরপর বেলা ৩টার সময় ফের গণনার সময় তাদের খোঁজ পাওয়া যায়নি।
জেলের পিছন দিকে ৩০ ফুট উচুঁ পাঁচিলের গায়ে গামছার দড়ির বানিয়ে লাগানো আছে বলে তিনি জানান।
প্রাথমিক তদন্তে জানা যায়, ৬ টি গামছাকে পর পর বেঁধে দড়ির মতো তৈরী করে একটা রান্নার খুন্তিকে বেকিয়ে আকশি করে তার সাহায্যে ওই ৩ জন পালিয়েছে। জেলের ভিতরে ২ জন ছিল ২ নম্বর ওর্য়াডে আর ১ জন ছিল ৩ নম্বর ওর্য়াডে।
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
সম্পাদনা: আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট