ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মার্কিন তেল সংস্থার অংশীদার হলো ভারতের রাষ্ট্রায়ত্ত ২ কোম্পানি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১২

নয়াদিল্লি: মার্কিন এক তেল কোম্পানির ৩০ শতাংশ অংশীদার হলো ভারতীয় ২টি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা অয়েল ইন্ডিয়া এবং ইন্ডিয়ান অয়েল।

৮ কোটি ২৫লক্ষ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৪২৮কোটি রুপি বিনিময়ে হিউস্টন ভিত্তিক ক্যারিজো অয়েল অ্যান্ড গ্যাস সংস্থার অংশীদারিত্ব পেলো কোম্পানি দু’টি।

এর ফলে ভারতীয় রাষ্ট্রায়ত্ত ২ তেল সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের কোলোরাডোর নিওব্রারার পাথুরে অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলন করবে।

এই প্রথম পাথুরে অঞ্চলে গ্যাস এবং তেল উত্তোলনে ভারতীয় ২ রাষ্ট্রায়ত্ত সংস্থা পাড়ি দিচ্ছে বিদেশে। অয়েল ইন্ডিয়া-ইন্ডিয়ান অয়েল জোট ক্যারিজো-কে প্রথমেই ৪কোটি সাড়ে বারো লক্ষ মার্কিন ডলার দিয়েছে অংশীদারিত্ব নিতে। একই পরিমাণ অর্থ দিয়েছে ভবিষ্যৎ উত্তোলনের জন্য।

শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন অয়েল ইন্ডিয়ার অধিকর্তা টি কে অনন্তকুমার।

তিনি বলেন, অয়েল ইন্ডিয়া ২০শতাংশ এবং ইন্ডিয়ান অয়েল ১০শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং তরল উত্তোলন করবে কোলোরাডোর ডেনবার-জুলসবার্গ অববাহিকায়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।