কলকাতা: ধান ও চাল কেনার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্য সমবায় ব্যাংকের মাধ্যমে আপাতত ৩০০ কোটি রুপি ধার দেবে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক (নাবার্ড)।
নাবার্ড-কর্তৃপক্ষের সঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার জানানো হয়েছে, যে-সব সমবায় সংস্থা কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে, তারাই ওই টাকা পাবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাহায্য না পেয়ে এই বছর কৃষদের কাছ থেকে চাল কেনার জন্য খাদ্য দফতর নাবার্ডের শরণাপন্ন হয়। তিন হাজার কোটি রুপি অগ্রিম দেওয়ার জন্য তাদের অনুরোধ জানায় খাদ্য দফতর।
তবে নাবার্ড আপাতত ৩০০ কোটি রুপি অগ্রিম দিতে রাজি হয়েছে। তবে নাবার্ড জানিয়ে দিয়েছে, তারা ওই টাকা খাদ্য দফতর বা রাজ্য সরকারকে দেবে না। টাকা দেবে রাজ্য সমবায় ব্যাংককে।
ঠিক হয়েছে, যে-সব সমবায় সংস্থা সরাসরি কৃষকদের কাছ থেকে ধান-চাল কিনবে, তারা প্রথম পর্যায়ে ২০ কোটি রুপি অগ্রিম নিতে পারবে। পরবর্তী কালে ধান-চাল কেনার রসিদ দেখালে আরও টাকা দেওয়া হবে ।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১২
আরডি/আরআর