আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশি পাসপোর্টের ফি বাড়িয়ে দ্বিগুণ করেছে ভারত। এখন থেকে নতুন ইন্দো-বাংলা পাসপোর্ট করতে চালান ফি লাগবে এক হাজার রুপি।
এছাড়া ভারত-বাংলাদেশ পাসপোর্টের অন্যান্য ক্ষেত্রে ফির হার সংশোধন করেছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ইতোমধ্যে সংশোধিত নতুন ফির একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিভিন্ন রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগ। এতে বলা হয়েছে, দশ বছর মেয়াদ বিশিষ্ট ইন্দো-বাংলা পাসপোর্ট করতে ফি দিতে হবে এক হাজার রুপি। পাসপোর্টের অন্যান্য পরিসেবার জন্য অতিরিক্ত পাঁচ শ’ রুপি দিতে হবে।
এদিকে ভারত-বাংলাদেশ পাসপোর্ট এবং অন্যান্য ফি বাড়ানোর জন্য ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর