নয়াদিল্লি: কাবেরী নদীর পানি তামিলনাড়ু রাজ্যের সঙ্গে ভাগাভাগি করার নির্দেশের প্রতিবাদে ভারতের কর্নাটক রাজ্য ও তার পার্শ্ববর্তী এলাকায় শনিবার ১২ ঘণ্টার হরতাল পালিত হয়েছে। হরতালে রাজ্য শাসক বিজেপি, বিরোধী কংগ্রেস ও জনতা দল সেক্যুলারসহ (জেডি-এস) সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে।
এদিন সকাল ৬টা থেকে এই ১২ঘণ্টার হরতাল শুরু হয়। এর প্রভাব পড়ে ব্যাঙ্গালোর, কাবেরী বেসিনের জেলাগুলি মানডাইয়া, মাইসোর এবং চামরাজনগরে। অনেক স্কুল, কলেজ, অফিস এবং দোকান বন্ধ থাকে। রাজ্য পরিবহন দফতরের বাস চলেনি। এমনকি অটোরিকশাও রাস্তায় নামেনি।
যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। কেবল ব্যাঙ্গালোরেই মোতায়েন করা হয়েছিল ১৭ হাজার পুলিশ।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর