কলকাতা: এবার নিজের দলের কলেজ কমিটির গর্ভনিং বডির সভাপতির বিরুদ্ধে সরব হলেন ইউপিএ-২ সরকার থেকে পদত্যাগী সদ্য সাবেকমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়।
কলকাতার আশুতোষ কলেজের শনিবার এক সভায় নাম না করেও তৃণমূল নেতা ও সাবেক বিধায়ক আরাবুল ইসলামের বিরুদ্ধে তিনি বলেন, এইট পাস করে কেউ কলেজ কমিটির গর্ভনিং বডির সভাপতি হন কি করে? কলেজে যে সব ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষ নিগ্রহ করেন, তাদের কলেজে থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, বিভিন্ন কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনা দেখে নিজেকে অসুস্থ মনে হয়। মনে হয়, না বাঁচলেই ভালো হত৷
এমনকি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যের সরকারি নীতির সমালোচনা করে সৌগত রায় বলেন, যে রাস্তায় যাচ্ছে প্রেসিডেন্সি, তা সঠিক নয়৷
বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর