কলকাতা: পশ্চিমবঙ্গের মুশির্দবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ৩ দিন আগে নবগ্রামে দুষ্কৃতীদের হাতে খুন হলেন সিপিএম নেতা।
খুনের ঘটনায় কংগ্রেস জড়িত রয়েছে অভিযোগ করে সিপিএম রোবরার মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রতিবাদ সভা ও মিছিলসহ নবগ্রাম এলাকায় ১২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।
এ ঘটনায় পুলিসি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছে সিপিএম। উপ-নির্বাচনের আগে আতঙ্ক সৃষ্টির জন্যই হামিদ শেখকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাদের।
উল্লেখ্য, গত শনিবার রাত ৮টা নাগাদ সিপিএম নেতা ও স্থানীয় একটি স্কুলের প্রধানশিক্ষক হামিদ শেখকে খুন করে দুষ্কৃতীরা।
এদিন রাতে হামিদ শেখকে গুলি করে ও বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা। তারপরও নিহত হামিদ শেখকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাটি স্পর্শকাতর হওয়া সত্ত্বেও নির্বাচনকালীন কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১২
আরডি/আহ্সান কবীর, আউটপুট এডিটর