ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নাচ, গান বন্ধ করে মমতাকে উন্নয়নে মন দিতে পরামর্শ কংগ্রেসের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে কাজিয়া অবহ্যত রয়েছে। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নাচ, গান ছেড়ে রাজ্যের উন্নয়নে মন দিতে এবার পরামর্শ দিয়েছে এক সময়ের জোট সঙ্গী কংগ্রেস।



সোমবার এফডিআই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে রাজ্য কংগ্রেস সভাপতি ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, নাচ-গান অনেক হয়েছে, এবার প্রকৃত উন্নয়নে মন দিন ৷ যেসব রাজ্য খুচরা বিদেশি বিনিয়োগে সম্মতি দেবে, তাদের বাজার স্ফীত হবে৷ ফলে পশ্চিমবঙ্গের মতো এফডিআই-বিরোধী রাজ্যগুলো সেই প্রতিযোগিতায় ক্রমশই পিছিয়ে পড়বে।

এদিন তৃণমূলকে সমালোচনা করে তার অভিযোগ, রাজ্যের ঘোষিত প্রকল্পগুলি অর্থনৈতিক সঙ্কটে বন্ধ হয়ে পড়ে আছে৷ কীভাবে সেই সঙ্কট কাটিয়ে ওঠা যাবে, তারও কোনও ব্লু-প্রিন্ট মুখ্যমন্ত্রীর কাছে নেই ৷

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।