ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সরকারের ব্যর্থতার জন্য সোনিয়াকে ক্ষমা চাইতে হবে: নরেন্দ্র মোদি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২

নয়াদিল্লি: ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের ইউপিএ-২ সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইতে হবে সোনিয়া গান্ধীকে। সোমবার গুজরাটে আসন্ন বিধানসভার ভোট প্রচারে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক জনসভায় এই দাবি জানিয়েছেন।



পাশাপাশি এদিন আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনে তার সঙ্গে লড়াইয়ে নামতে খোদ প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মোদী।

তিনি বলেন, এখানে এসে আমার সঙ্গে উন্নয়নের দৌড়ে নামুন। আপনি রাস্তা, খাল নির্মাণ করুন, আমিও করব। আপনি হাসপাতাল বানালে আমিও বানাব। মানুষ বিচার করুক। যে বেশি কাজ করবে, তাকেই তারা গ্রহণ করবে। কিন্তু ওরা আমার সঙ্গে উন্নয়নের প্রতিযোগিতায় নামতে চায় না। শুধু স্লোগানবাজিই পছন্দ ওদের।

গুজরাতকে নিয়ে যেন কংগ্রেস আর ছেলেখেলা না করে, সেই হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, কংগ্রেসকে সাবধান করছি। দিল্লির সুলতানতন্ত্রকেও বলছি, গুজরটকে নিয়ে যা খুশি করার দিন কিন্তু শেষ হয়েছে।

সম্প্রতি গুজরাট ঘুরে যাওয়া কংগ্রেস সভানেত্রীকে উদ্দেশ্য করে বিজেপি মুখ্যমন্ত্রী বলেন, ২০০৯ এর সাধারণ নির্বাচনের আগে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যে মুদ্রাস্ফীতির রাশ টেনে ধরবে। দ্বিতীয় ইউপিএ সরকার ক্ষমতায় আসার পর জিনিসপত্রের দাম কমেছে কি? সোনিয়াজি রাজকোটে মুদ্রাস্ফীতির ব্যাপারে কিছু তো বললেন না! এটা কি প্রতারণা নয়? মূল্যবৃদ্ধি ইস্যুতে দেশবাসীর সঙ্গে প্রতারণা করার জন্য ওনার তো ক্ষমা চাওয়া উচিত।

উল্লেখ্য, সম্প্রতি সোনিয়া গান্ধী রাজ্য সফরে এসে বলেছিলেন, গুজরাটে যা উন্নয়ন হয়েছে, সব কংগ্রেস আমলেই। তারপর কিছুই হয়নি।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।