ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে কমতে পারে উড়োজাহাজ ভাড়া

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২

নয়াদিল্লি: ভারতে উড়োজাহাজ ভাড়া কমানোর জন্য এবার সরাসরি বিদেশ থেকে জ্বালানি আনার অনুমতি দেওয়া হচ্ছে বিমান পরিবহন সংস্থাগুলোকে।

দিল্লিতে মঙ্গলবার ভারতের বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিং বলেছেন, “বিভিন্ন রাজ্যে বিমানের জ্বালানির উপর থেকে অতিরিক্ত বিক্রয় করের বোঝা লাঘব করতে এবার তা বিদেশ থেকে সরাসরি আমদানির অনুমতি দেওয়া হচ্ছে।

বিমান সংস্থাগুলো পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে সুলভে ওই জ্বালানি কিনে ব্যবহার করতে পারবে।

এতো দিন বিভিন্ন রাজ্যে বিক্রয় করের জন্য বিমানসংস্থাগুলোর খরচের পরিমাণ বেড়ে যাচ্ছিল। যার প্রভাব পড়ছিল যাত্রীভাড়ায়। এবার বিদেশ থেকে সস্তায় জ্বালানি কিনতে পারলে বিমানসংস্থাগুলো ভাড়া কমতে পারবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।