ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগামী বছরের ১৫ আগস্টের মধ্যে ত্রিপুরাকে নিরক্ষরমুক্ত করার উদ্যোগ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  আগামী বছরের ১৫ আগস্টের মধ্যে ত্রিপুরা রাজ্যকে নিরক্ষরমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।



মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি রাজ্যে সাক্ষরতা মিশনের পর্যালোচনা সভা হয়েছে। তাতে দেখা গেছে, ১৫ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে এখনও ২ লাখ মানুষ রয়েছেন, যারা সাক্ষর না। আগামী বছর ১৫ আগস্টের মধ্যে তাদের সবাইকে সাক্ষর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবসে যাতে ত্রিপুরাকে নিরক্ষরমুক্ত রাজ্য ঘোষণা করা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ হচ্ছে।

তিনি জানান, ‘‘আমরা শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। সারা দেশে যখন প্রতি ৪০ জন ছাত্রের পিছু একজন করে মাস্টার তখন ত্রিপুরায় প্রতি ২০ জন ছাত্র পিছু একজন করে মাস্টার মশাই রয়েছেন। উচ্চশিক্ষা ক্ষেত্রেও রাজ্যে ব্যাপক অগ্রগতি হয়েছে। প্রচুর পরিকাঠামো গড়ে তুলেছে সরকার। ’’

মানিক সরকার জানান, রাজ্যে শিক্ষা ক্ষেত্রে যে পরিকাঠামো তৈরি হয়েছে তা অনেক রাজ্যেই হয়নি। মেয়েদের শিক্ষায় ত্রিপুরাই সারা দেশের মধ্যে সবার আগে। এখানেই পুরুষ এবং মহিলাদের মধ্যে শিক্ষাগত পার্থক্য সবচেয়ে কম দেশের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।