কলকাতা : রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেড়ে যাওয়া জঙ্গিপুর লোকসভার উপনির্বাচন বুধবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এদিন মোট ভোট পড়েছে ৬৫ শতাংশ।
সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ১১জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।
তবে, মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাষ্ট্রপতি ও এই আসনের সাবেক সাংসদ প্রণব মুখার্জির পুত্র কংগ্রেসের প্রার্থী অভিজিৎ মুখার্জির সঙ্গে সিপিএমের কৃষক নেতা মুজাফফর হোসেনের। তবে ধরে নেওয়া হচ্ছে ভোটে জিতবেন প্রণব পুত্র অভিজিৎ মুখার্জি ।
এই আসনে ১ হাজার ৫শ‘ ৩০টি বুথে ভোট গ্রহণ চলে। মোট ভোটারের সংখ্যা ১২ লাখ ৪১ হাজার ৭৬৮ জন।
সকালে উত্সাহী ভোটারদের লাইন চোখে পড়েছে। এরই মধ্যে পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সুতি ও খড়গ্রামে ভোট বয়কট করেছেন এলাকার মানুষ।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন প্রতিটি বুথে সেনাবাহিনী নিয়োগ করা হয়। ৭৬১টি অতি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়। ১৩৪টি বুথে আধা সামরিকবাহিনী নিয়োগ করা হয়।
সবকটি বুথকে ১৭০টি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের জন্য থাকে ৩৯টি টিআরটি মোবাইল। প্রতিটি থানায় হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের পাশাপাশি প্রস্তুত ছিল কুইক রেসপন্স টিম। ছিল ৩ হাজার ফোর্স। নিরাপত্তা ব্যবস্থা নজরদারির জন্য ছিলেন ৫জন অতিরিক্ত এসপি, ১৫ ডিএসপি এবং ৩২জন ইন্সপেক্টর।
এদিন বেশ কয়েকটি এলাকায় বুথের বাইরে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। গিরিয়া ও সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের ১১টি বুথে সিপিএম ও বিজেপির কোনও নির্বাচনী এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েত অফিসের ২৮ নম্বর বুথে ভুয়ো ভোট দিতে গিয়ে ধরা পড়ে যান কংগ্রেস এজেন্ট জাকিরিয়া হোসেন। তাকে বুথ থেকে বের করে দেওয়া হয়।
এই বুথে বিরোধী পক্ষের কোনও নির্বাচনী এজেন্টকে থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে।
২/১টি ঘটনা ছাড়া এদিন শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে।
বিকাল ৫টায় ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে মোট ভোট পড়েছে ৬৫ শতাংশ।
এই আসনের ফল ঘোষিত হবে ১৩ অক্টোবর।
বাংলাদেশ সময় : ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২
আরডি/