কলকাতা: ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুনাচল প্রদেশের ৪ জন তৃণমূল বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছেন।
পশ্চিমবঙ্গের বাইরে এই রাজ্যটির বিধানসভা নির্বাচনে প্রথম তৃণমূলের ৪ জন বিধায়ক বিজয়ী হন।
২০০৯ এর অরুণাচল বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের মনোনয়ন না পেয়ে পূর্ব সেপার কেন্দ্রের টাপুক, পশ্চিম সেপার কেন্দ্রের তানি লোফা, চ্যাংবাজোর কেন্দ্রের কারায়া বাসাং ও পূর্ব সোনাদা কেন্দ্রের কামথক লোয়াং তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে বিজয়ী হন।
এই তৃণমূল বিধায়কদের সঙ্গে এনসিপি’র ৫ বিধায়কও এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন। ৬০ আসন বিশিষ্ট অরুণাচল বিধানসভায় এর ফলে কংগ্রেসের আসন সংখ্যা হল ৫৫টি।
তৃণমূল সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মুকুল রায় বৃহস্পতিবার এই দলত্যাগের প্রতিক্রিয়ায় বলেছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। কংগ্রেসে গেলে এরা তো দলত্যাগ বিরোধী আইনে পড়বেন।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর